২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মহাসড়কে সন্তান প্রসব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ১৫ নভেম্বর ২০২১

মহাসড়কে সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> ফেনীর বেসরকারি একটি হাসপাতালে প্রসব বেদনা দিয়ে ভর্তি হয়েছিল সাজেদা আক্তার (২৭)। ডাক্তাররা ডেলিভারি ঝুঁকিপূর্ণ হওয়ার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথিমধ্যে প্রসব বেদনা শুরু হয়।

বিষয়টি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদকে ফোনে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাড়ি থামিয়ে ডেলিভারি সম্পন্ন করেন।

গতকাল রোববার (১৪ নভেম্বর) বিকেল ৩টার সময় ডেলিভারি সম্পন্ন হয়। সাজেদা বেগমের স্বামীর নাম মোহাম্মদ ইব্রাহিম। তিনি ফেনী সদর এলাকায় আরসাদিয়া এলাকার বাসিন্দা।

ডেলিভারি সম্পন্ন করেন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. উম্মে হানি। এস এ সি এম ও শীপন, মিডওয়াইফ রাফিন, এস. এস. এন নার্সিং সুপারভাইজার হোসনে আরা বেগমসহ আয়া নুরজাহান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ সাংবাদিকদের বলেন, হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে ডেলিভারি সম্পন্ন করা হয়। আল্লাহর রহমতে বাচ্চা ও মা সুস্থ আছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন