২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মাদকাসক্ত ৩৭ পুলিশ চিহ্নিত: চাকরি গেল সকলের

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২২

মাদকাসক্ত ৩৭ পুলিশ চিহ্নিত: চাকরি গেল সকলের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> পুলিশকে মাদকমুক্ত করতে এক বছর শুরু হওয়া ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন ৩৭ জন পুলিশ সদস্য। বুধবার (২৬ জানুয়ারি) পুলিশ সপ্তাহ ২০২২-এর চতুর্থ দিনের অধিবেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন্স মিডিয়া অ্যান্ড প্লানিং) মো. হায়দার আলী খান।

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডোপ টেস্টে ধরা পড়লে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডোপ টেস্টে এখন পর্যন্ত ৩৭ জন সদস্য চাকরিচ্যুত হয়েছে।

বাংলাদেশে পুলিশই প্রথম ডোপ টেস্ট চালু করে জানিয়ে মো. হায়দার আলী খান বলেন, সরকারের অন্য কোনো বিভাগ আমাদের মতো সেভাবে ডোপ টেস্ট চালু করতে পারেনি। কোনো মাদকাসক্ত পুলিশে যোগদান করে কি না, সেটি আমরা প্রথমেই চেক করি। পরবর্তীতে প্রতিনিয়ত এই ডোপ টেস্ট করা হয়ে থাকে।

কেউ যদি ডোপ টেস্টে ধরা পড়ে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন