১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

মাস্ক ব্যবহার না করায় বরিশালে ৬২ জনকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ২৫ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত নগরীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন ও আতাউর রাব্বী এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর বিএম কলেজ রোড, নথুল্লাবাদ এবং কাশীপুর এলাকায় মাস্কবিহীন ২৩ জনকে পাঁচ হাজার ৪০০ টাকা, শরীফ মো. হেলাল উদ্দিনের আদালত সদর রোড ও রূপাতলী এলাকায় ৩৪ জনকে তিন হাজার ৭০০ টাকা এবং আতাউর রাব্বীর আদালত পুলিশ লাইনস ও রূপাতলী এলাকায় পাঁচ জনকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন