২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মা ইলিশ ধরায় বেতাগীতে এক জেলের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বেতাগী:: বরগুনার বেতাগীতে এক জেলের ৩ মাসের কারাদন্ড ও নৌকা ও চার কেজি ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬ টায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিষখালী নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে মো: রাকিব মল্লিক (২০) নামের এক জেলেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন। প্রসিকিউশন দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব।

জানা গেছে, রাকিব মল্লিক বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো: হানিফ মল্লিকের ছেলে।

এছাড়াও বিষখালী নদীর বেতাগী উপজেলার কালিকাবাড়ি নামক স্থানে অবৈধ জাল (কারেন্ট জাল) দিয়ে ইলিশ ধরার সময় পাচঁশ মিটার জাল, একটি নৌকা ও চার কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য অফিস।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন