১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মিষ্টির দোকানে সরকারি ৬ বস্তা চাল, আটক ১

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ২৮ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিষ্টির দোকান থেকে ছয় বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দোকানের এক কর্মচারীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মিষ্টির দোকাটিও সিলগালা করে দেয়া হয়েছে

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মিরপুর বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটক দোকান কর্মচারীর নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, মিষ্টির দোকানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল রয়েছে– এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এ সময় দোকান থেকে সরকারি স্টিকারযুক্ত ছয় বস্তা চাল জব্দ করে উপজেলায় নিয়ে যান তিনি।

দোকানে থাকা কর্মচারীকেও আটক করে দোকান সিলগালা করে দেয়া হয়।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ছয় বস্তা চাল একটি মিষ্টির দোকান থেকে জব্দ করা হয়; সেই সঙ্গে দোকানটিও সিলগালা করে দেয়া হয়।

তিনি অন্য একটি অভিযানে থাকায় আটককৃতের নাম-পরিচয় জানাতে পারেননি।কোভিড-১৯ ও নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ প্রদান করা হলো।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন