২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মুখের কথায় ফায়ার টিভির অ্যাপ নিয়ন্ত্রণ করবে অ্যালেক্সা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৯ অপরাহ্ণ, ৩০ অক্টোবর ২০১৮

রিমোটের বদলে মুখের কথায়ই অ্যামাজনের ডিজিটাল মিডিয়া প্লেয়ার ‘ফায়ার টিভি’র বিভিন্ন অ্যাপ নিয়ন্ত্রণ করবে ডিজিটাল সহকারী সেবা ‘অ্যালেক্সা’। এ জন্য নিজেদের তৈরি ‘ফায়ার টিভি কিউব’ নামের স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারে অ্যালেক্সা যুক্ত করেছে অ্যামাজন। ফিচারটি চালুর ফলে অনুষ্ঠান দেখার সময় চাইলে মুখের কথায় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের পাশাপাশি ‘নেটফ্লিক্স’ বা ‘হুলু’ ভিডিও স্ট্রিমিং সেবা চালু করা যাবে।

অনলাইন থেকে বিভিন্ন সিনেমার খোঁজও মিলবে; এমনকি টেলিভিশনের স্ক্রিনে থাকা নির্দিষ্ট ভিডিও বা সিনেমাও পছন্দ করে চালু করা যাবে। এত দিন নির্দিষ্ট মডেলের ‘ফায়ার টিভি’তে অ্যালেক্সা ব্যবহারের সুযোগ মিলত। নতুন এই সুবিধা চালুর ফলে যেকোনো মডেলের ফায়ার টিভির সঙ্গে ‘ফায়ার টিভি কিউব’ যুক্ত করলেই অ্যালেক্সা ব্যবহার করা যাবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন