২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত জাফরের পরিবার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৬ অপরাহ্ণ, ২২ জানুয়ারি ২০২১

মো. শামসুল হক, মির্জাগঞ্জ:: দরিদ্র পরিবারে জন্ম জাফর আকনের। অভাব যার নিত্য দিনের সঙ্গী। পেশায় জেলে। সরকারি ভাবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে দিনমজুরের কাজ করেন তিনি। সংসারে তার স্ত্রী ২ ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। মায়ের দ্বিতীয় বিবাহের ঘরে তার জন্ম। জন্মের পূর্বেই বাবা মারা যান। মায়ের প্রথম সংসারে বৈমাত্রেয় ৩ভাই রয়েছে। বৈমাত্রেয় ভাইদের সহযোগীতায় মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের কিসমত রামপুর গ্রামে শ্রীমন্ত নদীর পাড়ে ৪শতাংশ জমি পান তিনি। ওই জমিতেই মুজিববর্ষ উপলেক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত ঘর পাচ্ছেন জাফর আকন।

সরেজমিনে দেখা যায়, পরিবারের সবাই নতুন ঘরে ওঠার জন্য ব্যস্ত। ধুয়ে মুছে পরিস্কার করে নতুন সাজে সজ্জিত করছে উপহার পাওয়া ঘরটিকে। এ ছাড়াও ঘরের সাথে রয়েছে সংযুক্ত রান্না ঘর,টয়লেট ও সামনে খোলা বারান্দা। স্ত্রী, ছেলে, মেয়ে সবাই আনন্দে উদ্ভাসিত।

জাফর আকনের স্ত্রী ডালিয়া বেগম জানান, আমার স্বামী দিনমজুরের কাজ করে। আমার দুই ছেলে জমজ ও এক মেয়ে আছে। আমরা খুব কষ্টে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি ঘর দিয়েছেন। ঘর পেয়ে আমি তাঁকে কৃতজ্ঞতা জানাই। ঘরটা পেয়ে আমি খুব খুশি।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন জানান, জাফর আকন হতদরিদ্্র। পরিবার নিয়ে মাথা গোজাঁর মত কোন ঘর তার ছিলনা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া মির্জাগঞ্জে ৪৭ টি ঘর থেকে একটি ঘর তাকে দেয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই তাকেসহ সকল উপকারভোগীদের নিকট ঘরের চাবি ও কবুলিয়ত হস্তান্তর করা হবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন