২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মুজিব জন্মশত বর্ষে বরিশালের মন্দিরে গাছের চারা রোপণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৯ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর পাষানময়ী কালিমাতা মন্দিরে গাছের চারা রোপণ করা হয়েছে। রোববার বিকেলে বরিশাল বিভাগীয় ব্রাহ্মণ সংসদ নেতৃবৃন্দ’র এই আয়োজন উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রী ও মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ সেন লিটু।

সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশালের মুখ্য সচিব শ্যামল কৃষ্ণ চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশালের সহ-সভাপতি যুরান চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিব সিংহ বর্মন, সদস্য বিপ্লব চ্যাটার্জী খুশী, জেলা পুরোহিত কল্যাণ সমিতির সহ-সভাপতি অরুণ সর্কেল, বরিশাল মহানগর পুজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক রনজিৎ সেন, পাষানময়ী কালিমাতা মন্দির কমিটির সভাপতি তাপস কর্মকর, পুরোহিত দুলাল ভট্টাচার্য এবং শিশু ব্রাহ্মণ সমন্ব্যয় সিংহ বর্মন প্রমুখ।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন