২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মুজিব শতবর্ষে রায়পাশা-কড়াপুরে আ’লীগ ও যুবলীগের গাছের চারা রোপণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৮ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নে গাছের চারা রোপণ করেছে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় ১২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব ভূমিতে এ চারা রোপণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক সরদার। এই ইউনিয়নে এনিয়ে চতুর্থবার গাছের চারা রোপণ করা হলো। এরআগে ইউনিয়নের পশ্চিম শোলনা, শিবপাশা জামে মসজিদ, রায়পাশা হাইস্কুল ও মসজিদ-মন্দিরের ভূমিতে গাছের চারা রোপণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ১২৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন আয়োজনে উপস্থিত ছিলেন- রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তালুকদার, জমিদাতা স্থানীয় বাসিন্দা মজিদ খান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাদল খান, কার্যকরী সদস্য শহীদ খান, যুবলীগ নেতা সঞ্জিব সিংহ বর্মন, রনি খান ও জসিম উদ্দিন প্রমুখ।’

স্থানীয় সূত্রে জানা যায়, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন যুবলীগ নেতা সঞ্জিব সিংহ নিজ অর্থায়নে সর্বত্র গাছের চারা রোপণ উদ্যোগ গ্রহণ করেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন