২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ড: ভাইয়ের পর মারা গেলো বোন, মা চিকিৎসাধীন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৬ পূর্বাহ্ণ, ২০ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বহুতল বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ভাইয়ের পর বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আয়েশা (৪)। এর আগে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আয়েশার ভাই আয়াত (১)। এই ঘটনায় তাদের মা খাদিজা আক্তার মিম (২৮) হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া মৃধাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে হঠাৎ স্থানীয় ব্যবসায়ী বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্বামী বাপ্পি বাইরে থাকলেও দুই সন্তানসহ ঘরে ছিলেন খাদিজা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লাটে। এসময় খাদিজার চিৎকার ও আগুনের ধোঁয়া দেখে বাড়িতে থাকা স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের ঘর থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে দুই শিশুকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পথিমধ্যে এক বছরের শিশু আয়াত মারা যায়। মা খাদিজাসহ অপর শিশুর অবস্থা আরও গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামরুল ইসলাম জানান, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এই ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন