১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মুলাদীতে কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষে সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৭ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, মুলাদী:: কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়তে স্থানীয় জনগণের অংশগ্রহণে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে স্থানীয় পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষে মুলাদী উপজেলার সদর ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হালিম হাওলাদারের বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মুলাদী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন হাওলাদার, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী, ইউপি সদস্য নান্নু মল্লিক, বজলুর রহমান সরদার, জাকির হোসেন নান্নু, জাকির হোসেন সরদার, সোহরাব হোসেন হাওলাদার, নিজাম উদ্দীন খান, সিরাজ খান, জসিম খান প্রমুখ।

সভায় মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন তৃণমূল উন্নয়নের জন্য আগামী দিনেও নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে তিনি সবাইকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।’

মুলাদীতে পাবর্ত্য শান্তিচুক্তি দিবসে দোয়া মোনাজাত
মুলাদীতে ২৩তম পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

এসময় উপস্থিত ছিলেন চরকালেখান ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ মোহসীন উদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার, মোসলেম উদ্দীন বায়াতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহেদুজ্জামান আনোয়ার তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শের ই আলম পালোয়ান, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন