১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মুলাদীতে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৫ অপরাহ্ণ, ২১ জুন ২০২১

মুলাদীতে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও মুলাদী >> ভোট কারচুপির অভিযোগ ‍এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মুল‍াদী ‍উপজেলার  ৪ নম্বর গাছুয়া ‍ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোকসেদ মীর। সোমবার (২১ জুন) বেলা ১২ টার দিকে নিজ বাসভবনে ‍সংবাদ সম্মেলন করে ‍তিনি এই ঘোষণা দিয়েছেন। এছাড়াও তিনি অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে ‍এজন্টদের বের করে দেওয়াসহ ‍প্রশাসনের পক্ষপাতিত্বের।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‍ইউনিয়নের ৯টি কেন্দ্রে আমার ‍এজেন্ট দেওয়া হয়েছে। কিন্তু ভোটগ্রহণ শুরুর পরপরই তাদের কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের  প্রার্থী জসিম ‍‍উদ্দিনের সমর্থকরা। এবং ‍এজেন্টদের ভয়ভীতি দেখিয়েছে। প্রিজাইডিং অফিসার ‍এবং পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

মোকসেদ মীর বলেন, ভোটের আগের রাতে গতকাল রোববার তার বাসভবনের কাছেই ‍একাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা এমনটি ঘটিয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানিয়েও কোনো সুফল আসেনি।

 

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন