২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মুশফিককে বাংলাদেশের ঠাণ্ডা মাথার ধোনি বললেন শেবাগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৮ অপরাহ্ণ, ০৫ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ের মূল নায়ক মুশফিকুর রহিম। কারণ মুশফিকের অনবদ্য ৬০ রানের সুবাদে শেষ পর্যন্ত জয় পায় টাইগাররা। তাই ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে তকমা পাওয়া মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মুশফিকের তুলনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।

ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকবাজের কমেন্ট্রি বক্সে থাকা শেবাগ মনে করেন, মুশফিক ঠিক সেভাবেই ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে রবিবার (৩ নভেম্বর) কেড়ে নিয়েছেন ভারতের জয়। এমনকি তার মনে হচ্ছিল, বাংলাদেশের হয়ে ধোনিই বুঝি ব্যাট করছেন, মুশফিক নয়।

তিনি আরো বলেন, ‘মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কি চমৎকার ফিনিশিং।’

উল্লেখ্য, গত রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আর প্রথম ম্যাচেই ৪৩ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। তাঁকে যোগ্য সঙ্গ দেন সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্যর সঙ্গে ৬০ রানের জুটি গড়েন তিনি। আর চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৪০ রানে

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন