২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মেঘনা নদীর পানিতে ভাসছিল শিশু আরিফের নিথর দেহ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২২

মেঘনা নদীর পানিতে ভাসছিল শিশু আরিফের নিথর দেহ

সংবাদদাতা, দৌলতখান, ভোলা:: ভোলার দৌলতখানে ৫ বছর বয়সী মোঃ আরিফ নামে এক শিশু মেঘনা নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। মৃত আরিফ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিপনের ছেলে।

সে সাহেবের হাট মাদরাসার নুরানী বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, মাদারাসা থেকে এসে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের মেঘনা নদীর জোয়ারের পানিতে শিশুটি গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা মেঘনা নদীর পানিতে শিশু আলিফের ভাসমান লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ওসি মো: জাকির হোসেন বরিশালটাইমসকে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন