২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করে ৭ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫২ পূর্বাহ্ণ, ০৭ এপ্রিল ২০২১

মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করে ৭ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করে তনিমা রহমান নিহা (২০) নামের এক শিক্ষার্থী ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছেন। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর দক্ষিণ মুগদায় ঘটনাটি ঘটে।

নিহতের বাবা মো. মিজানুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান,‘ছোটবেলা থেকেই আমার মেয়ের আশা ছিল ডাক্তার হবে। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল, পরে ফেল হওয়াতে মানসিকভাবে ভেঙে পড়ে। সন্ধ্যায় বাসার সাত তালায় ছাদে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। তারা বর্তমানে ওই ভবনের তিনতলায় থাকতেন।

নিহত নিহা আইডিয়াল কলেজ থেকে গোল্ডেন A+ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন