২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু, আহত ৪

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৪ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি ২০২১

মাহমুদুল হাসান, মেহেন্দিগঞ্জ:: বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে সহিংসতায় চিকিৎসাধীন অবস্থায় আফসার সিকদার (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত আফসার সিকদার পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। তার বাড়ি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামে। তিনি পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হক জমাদ্দারের সমর্থক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা আড়াইটায় সরকারি পাতারহাট আরসি কলেজ সংলগ্ন স্যামল শীলের সেলুনের সম্মুখে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (উট মার্কা) সাকিও কাওসারের (নিপ্পন তালুকদার) সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মেকানিক আফসার সিকদার চলন্ত অটোরিকশার ওপর গিয়ে পড়লে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার সকাল সাড়ে ৮ টার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালামের নিকট জানতে চাইলে তিনি মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

এ ছাড়াও ১ নম্বর চরহোগলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোতালেব হোসেন জাহাঙ্গীরের কর্মী সাব্বির হাওলাদারকে (২৮) প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর লোকজন শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। তিনিও বরিশালে চিকিৎসাধীন আছে। এ ছাড়া ৯ নম্বর চুনারচর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডিকেনের কর্মী মাহবুবসহ ৩ জনকে শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন পিটিয়েছে। মৃত ভেবে মাহবুবকে খালে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অপরদিকে আফসার সিকদারের মৃত্যুর সংবাদ পৌর এলাকায় পৌঁছলে তার সমর্থকরা বিচার চেয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় তেমুহনি চত্বরে সমাবেশ করেন। বক্তারা দ্রুত আফসার হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন