১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মেহেন্দিগঞ্জে ১৪ মামলার আসামি ছালাউদ্দিন ছালা গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৫ অপরাহ্ণ, ২৩ জুন ২০২১

মেহেন্দিগঞ্জে ১৪ মামলার আসামি ছালাউদ্দিন ছালা গ্রেপ্তার

মাহমুদুল হাসান, মেহেন্দিগঞ্জ >> বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার সীমান্তবর্তী ধূলখোলা- সলদি- লক্ষীপুর এলাকার মূর্তিমান আতংক ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ ১৪ টি মামলার আসামি ছালাউদ্দিন ছালাকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উলানিয়া ইউনিয়নের সলদি গ্রাম থেকে  মেহেন্দিগঞ্জ থানার এসআই রফিকসহ সংগীয় ফোর্স তাকে গ্রেফতার করে এবং জেলহাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, মারামারি ও লুটপাটসহ দুই থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। মেহেন্দিগঞ্জ ও হিজলার সীমান্তবর্তী মেঘনা নদী  এবং চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে হিজলার ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী গ্রুপের সাথে একই ইউনিয়নের যুবলীগের আহবায়ক জামাল ঢালী গ্রুপের মধ্যে দীর্ঘ বিরোধ চলে  আসছে। পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিনের সলদির ছালাউদ্দিন ছালা জামাল ঢালীর পক্ষে  সন্ত্রাসী কর্মকাণ্ড  চালাতেন।
তিনি জামাল ঢালীর প্রধান সিপাহ সালাহ ছিলেন বলে এলাকাবাসী জানায়। তার গ্রেপ্তারে এলাকাবাসীর মনে সস্থি  ফিরে এসেছে।’
2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন