২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মোংলা ইপিজেডে আগুন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৭ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: মোংলা ইপিজেডে কাতান মার্বেল ফ্যাক্টরিসংলগ্ন এলাকায় আজ রবিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইপিজেড থাকা কাশবন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণ পর ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে শুরু করে। দুই ঘণ্টা পর দুপুর ২টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

মোংলা ইপিজেড এর জেনারেল ম্যানেজার মাহবুব ছিদ্দিকি জানান, শ্রমিকরা হয়তো সিগারেট খেয়ে ফেলার কারণে কাশবনে আগুন লাগতে পারে। তবে এ ঘটনায় কারখানার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান জাহাঙ্গীর আলম জানান, গরম কাল হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাদের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে ইপিজেড সংরক্ষিত এলাকা হওয়ায় আগুনের সুত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করেন ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান জাহাঙ্গীর আলম। তবে এলাকাটি সংরক্ষিত হওয়াতে সংবাদকর্মীরাও অনুমতি না থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন