২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মোদির আমন্ত্রণ প্রত্যাহারের দাবিতে ঢাকায় বিক্ষোভ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৪ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: দিল্লিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসময় মুজিববর্ষের অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ প্রত্যাহারের দাবি করেছে বিক্ষোভকারীরা।

শুক্রবার জুমার নামাজের বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লীরা। সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এই বিক্ষোভ হয়।

এ সময় মুসল্লিরা দিল্লির সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা দিল্লি হামলা আক্রান্ত মুসলিম ও মসজিদের ছবি সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন।

বিক্ষাভকারীরা দিল্লির সাম্প্রদায়িক হামলার জন্য বিজেপি সরকারকে দায়ী করেন। এ জন্য ঢাকায় মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানান তারা।

এদিকে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হন সাড়ে ৩ শতাধিক। আহতদের মধ্যে প্রায় ৭০ জন গুলিবিদ্ধ।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন