২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মোবাইল দিয়েই সারবে সিসিটিভি’র কাজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৮ অপরাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: মোবাইল দিয়ে যে সিসিটিভির কাজ চালানো যায়, তবে বিষয়টি জানা নেই অনেকের। ঘর নিরাপদ রাখতে অনেকে বাড়িতে সিসিটিভি লাগিয়ে থাকেন। এখন বাড়িতে আর বাড়তি খরচ করে সিসিটিভি লাগাতে হবে না। মোবাইল দিয়ে সারতে পারবেন এ কাজ।

এমন কিছু অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি এসব সুফল পেতে পারেন। গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ ডাউনলোড করে সহজেই বাড়িতে নজর রাখতে পারবেন। সেজন্য বেশি না, অল্প কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।

যেমন, ফোনে ওয়াইফাই অন রাখুন ও মেনিথিংক ডাউনলোড করে নিন। এবার বাইরে বসে লাইভ স্ট্রিমে বাড়ির ছবিও দেখতে পাবেন ও শব্দও শুনতে পারবেন।দ্বিতীয়ত, আলফ্রেড ডিআইওয়াই সিসিটিভি হোম সিকিউরিটি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ও আইওএস- দুই ধরনের ফোনেই সাপোর্ট করে এই অ্যাপ। অল্পদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি। মাত্র তিন মিনিটেই অ্যাপটি সেট করে বাইরে থেকে ঘরের হালহকিকত দেখতে ও শুনতে পারবেন।

নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের নিত্য নতুন স্মার্টফোন দিয়ে প্রযুক্তিপ্রেমীদের চমকে দিতে মরিয়া । কথা বলা, ভিডিও, ছবি, সময় দেখা ও অডিও রেকর্ড ও ইন্টারনেট ব্যবহার সবই হচ্ছে মোবাইল দিয়ে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন