২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

যাত্রীবাহী বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪২ অপরাহ্ণ, ০৪ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক বলে জানা গেছে।

নিহতরা হলেন হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

জানা গেছে, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক। নিহতদের মধ্যে একজন শিশু ও দুজন নারী রয়েছেন।  আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থকে মানিকগঞ্জ যাচ্ছিলেন। বেলা পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন