২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

যুবকের পেটের ভেতরে মোবাইল ফোন!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৩৫ অপরাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে এক যুবকের পেট আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেখে চিকিৎসকেরা হকচকিয়ে গেছেন। আস্ত একটি মোবাইল ফোন ২৮ বছর বয়সি ওই যুবকটির পেটের ভেতর। গত সাত মাস ধরেই এটি পেটের মধ্যেই ছিল। এমন খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘গালফ নিউজ’র বরাত দিয়ে প্রকাশ করেছে দৈনিক যুগান্তর পত্রিকা।

ওই সংবাদে বলা হয়েছে- সহকর্মীদের সঙ্গে মজা করতে গিয়ে এটি গিলে ফেলেছিল বলে চিকিৎসকদের জানায় যুবকটি। তার ধারণা ছিল এটি সে হজম করে ফেলতে পারবে।

দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট। এর পর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন