২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

যেভাবে ঘরকে রাখবেন করোনা মুক্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৩ অপরাহ্ণ, ০৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস (কভিড-১৯) এর সংক্রমণ থেকে বাঁচতে দেশের বেশিরভাগ মানুষ এখন ঘরেই সময় কাটাচ্ছেন। এমতাবস্থায় আপনার পরিবারকে ঝুঁকি মুক্ত রাখতে ঘরকেও সুরক্ষা রাখা উচিত।

নিউ দিল্লির ফোর্টিস মেমোরিয়াল রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক ও ‘নিউরোলজি’ বিভাগের প্রধান পারভিন গুপ্তা ঘর সুরক্ষিত রাখার কিছু টিপস দিয়েছেন। আসুন জেনে নেই সেই সম্পর্কে-*ঘরের প্রতিটি অংশ নিয়মিত সাবান কিংবা জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

* প্রতিদিন রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করতে হবে। বাইরে পরার জুতা নিয়ে ঘরের প্রবেশ করা যাবে না।

* লাইটের সুইচ, টেবিল, কম্পিউটারের কিবোর্ড, দরজার হাতল, টয়লেট, আলমারি ও ওয়্যারড্রোব পরিষ্কার করতে হবে।

* বাইরে থেকে সদাই কিনে আনার পর ব্যাগটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে ব্যাগটিকে ঘরের বাইরে ফেলে রাখুন ২৪ থেকে ৪৮ ঘণ্টা।

* সদাই বাসায় আনার পর ‘পটাশিয়াম পারম্যাঙ্গানেট’ দ্রবণে পরিষ্কার করতে হবে। এই রাসায়নিক উপাদানটি পাওয়া না গেলে ৫ থেকে ১০ মিনিট গরম পানিতে ধুয়ে নিতে হবে।

* বাজারে গেলে মানুষের যতটা দূরে থাকা যাই ততই ভালো। ঘরে ফিরে প্রথম হাত ধোওয়া, সম্ভব হলে পরা কাপড় ধুয়ে গোসল করতে হবে।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন