২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

যৌতুকের জন্য নির্যাতন, গায়িকার আত্মহত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১১ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন ::  ভারতের কন্নড় সিনেমার গায়িকা সুস্মিতা রাজে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সকালে বেঙ্গালুরুর বাবার বাড়িতে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গলায় ফাঁস দেওয়ার আগে হোয়াটস অ্যাপে তার ভাই ও মায়ের কাছে মেসেজ পাঠিয়েছেন এই গায়িকা। এতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১টার দিকে সুস্মিতা তার ভাই শচীনকে হোয়াটস অ্যাপে মেসেজ পাঠান। কিন্তু শচীন সেটি ভোরের দিকে পড়েন। পরবর্তী সময়ে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বোনের লাশ পান।

হোয়াটস অ্যাপ মেসেজে সুস্মিতা উল্লেখ করেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য নির্যাতন করছিল এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলছিল। সুস্মিতা শ্বশুরবাড়িতে আত্মহত্যা করতে চাননি তাই বাবার বাড়িতে আসেন।

এই গায়িকার মৃত্যুতে তার মা অন্নপূর্ণেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন বলেও পুলিশ জানিয়েছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন