২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রইলো বাকি দুই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৭ পূর্বাহ্ণ, ২৫ জুন ২০১৯

ঠিক যেন গত বছর এশিয়া কাপের ‍পূনরাবৃত্তি ঘটছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্ষেত্রে। সেবার যেমন ফাইনালে যেতে হলে কঠিন হিসাব-নিকাশের সামনে দাঁড়িয়ে শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েই তবে কাংখিত সাফল্য পেয়েছিল বাংলাদেশ, এবারও যেন ঠিক একই পথে এগুচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল।

ইংল্যান্ড বিশ্বকাপে সেমিতে ওঠার জন্য কঠিন হিসাব-নিকাশের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। নিজেরা শুধু জিতলেই হবে না। অন্যদের জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে।

আগে তো নিজেদের জয় এবং সেমিফাইনালের লক্ষ্য অর্জন করতে হলে এশিয়ার বাকি তিন দেশ ভারত-আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। শুধু জয় নয়, রানরেটও ভালো থাকতে হবে।

এরই মধ্যে একটি দেশ, আফগানিস্তানকে হারিয়ে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। সাউদাম্পটনে হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়ামের মনোরম পরিবেশে আফগান চ্যালেঞ্জকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসানরা।

এককভাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৫১ রানের পাশাপাশি বল হাতে নিলেন ৫ উইকেট। আফগানরা তো একা এক সাকিবের কাছেই হারলেন।

বিশ্বকাপের সেমিতে যেতে হলে শেষ তিন ম্যাচের অন্তত দুটিতে তো জিততেই হবে। তবুও অনেক ‘যদি’ ‘কিন্তু’র মুখোমুখি দাঁড়িয়ে সেমির ভাগ্য। তবুও, তিন ম্যাচের দুটিতে তো আগে জিততে হবে! যার প্রথমটি আফগানদের বিপক্ষে।

গত এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে ১৩৬ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। কোনোমতে সুপার ফোরে ওঠার পর ভারতের কাছে হেরে শুরু। এরপর ছিল আফগানদের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচেই আফগানিস্তানকে হারিয়ে দিয়ে ফাইনালের পথে যাত্রা শুরু টাইগারদের।

শেষ ম্যাচটা ছিল পাকিস্তানের বিপক্ষে। জিতলে উঠবে ফাইনালে। হারলে বিদায়। সেমিফাইনালে রূপ নেই সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়েই ফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের।

এবাররে বিশ্বকাপে প্রথমে পেলো আফগানদের। রশিদ খান-মুজিব-উর রহমানদের হারিয়ে সেমির পথে যাত্রাতে দারুণ সূচনা করলো বাংলাদেশ। ৭ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো এখন ৭-এ। পয়েন্ট টেবিলে অবস্থান এখন ৫ নম্বরে।

বাংলাদেশের সামনে আর কেবল দুটি বাধা। ভারত এবং পাকিস্তান। ২ জুলাই ভারত এবং ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দুই ম্যাচে জিতলে তো কথাই নেই। পয়েন্ট হয়ে যাবে ১১ এবং সেমি প্রায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

আর যদি মাত্র এক ম্যাচ জেতে, তাহলে পয়েন্ট হবে ৯। তখন প্রার্থনা করতে হবে যেন, শেষ তিন ম্যাচে হেরে যায় ইংল্যান্ড। আর অন্তত দুটিতে হারতে হবে শ্রীলঙ্কাকে। তাতেই সেমির দরজা খুলবে বাংলাদেশের সামনে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন