২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রক্তাক্ত নাঈম, সঙ্গে মিম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৮ অপরাহ্ণ, ০৩ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: দীর্ঘ নয় মাস যুদ্ধের পর পাক হানাদার বাহিনীদের কাছ থেকে স্বাধীনতা পায় বাংলাদেশ। তাই ডিসেম্বরকে বিজয়ের মাস বলা হয়। এই ডিসেম্বর মাসেই বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামে নতুন একটি দেশের উদয় হয়।

মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘প্রতিশোধ’। নাটকটি নির্মাণ করছেন মান্নান হীরা। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও লাক্স তারকা মিম মানতাসা।

নাটকটি নিয়ে নাঈম বলেন, ‘এমন গল্পে কাজ করতে অন্য রকম ভালোলাগা কাজ করে। কারণ মুক্তি যুদ্ধের সময়কার এবং পরবর্তী পরিস্থিতি কিছুটা হলেও অনুধাবন করা যায়।’

মিম মানতাসা বলেন, দারুণ ইমোশনাল একটি গল্প। কারণ গল্পটি মুক্তিযুদ্ধের। ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রচার হবে নাটকটি। নাটকটিতে কাজ করে অন্য রকম ভালোলাগা কাজ করেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। নাটকটি দেখার সময় মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতি চোখের সামনে ভেসে উঠবে দর্শকদের।

আসছে ১৬ ডিসেম্বর দেশের কোন একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা যায়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন