২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

রক্তে লাল নদীর পানি!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৯ পূর্বাহ্ণ, ১৪ নভেম্বর ২০১৯

রক্তে লাল হয়ে গেছে দুই কোরিয়ার সীমান্তবর্তী ইমজিন নদীর পানি। আফ্রিকান সোয়াইন ফ্লু’র (এএসএফ) সংক্রমণ ঠেকাতে ৪৭ হাজার শূকর হত্যা করে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। ভারী বর্ষণের ফলে একটি সীমান্তবর্তী সমাধিস্থল থেকে এসব মৃত শূকরের রক্ত ইমজিন নদীর একটি শাখার পানিতে মিশে যায়।

এএসএফ (আফ্রিকান সোয়াইন জ্বর) অত্যন্ত সংক্রামক ও অনিরাময়যোগ্য। এই জ্বরে আক্রান্ত শূকরের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর কোরিয়ায় মে মাসে প্রথম এএসএফ ধরা পড়ে। এরপর দক্ষিণ কোরিয়াতেও শূকরদের মধ্যে এই রোগের অস্তিত্ব পাওয়া যায়। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় আসা শূকরের মাধ্যমে এটি রোগ ছড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংক্রমণ থেকে বাঁচতে গত সপ্তাহের শেষে শূকর জবাইয়ের অভিযান পরিচালনা করে দক্ষিণ কোরিয়া। মৃত শূকরগুলো ট্রাকে করে দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি সমাধিস্থলে ফেলা হয়। এর পরেই ছড়িয়ে যায় রক্ত। এই রক্তের কারণে এএসএফ ছড়ানোর কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন