২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রাঙ্গাবালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৪ অপরাহ্ণ, ১১ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও থেমে থেমে সংঘর্ষ চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশারফ হোসেনের সমর্থনে মঙ্গলবার রাঙ্গাবালী উপজেলা বিএনপি বেলা তিনটায় উপজেলার খালগোড়া শাহসুফি জাগিরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মাঠে উঠান বৈঠকের আয়োজন করে। একই স্থানে সভা ডাকে উপজেলা আওয়ামীলীগ। এ নিয়ে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে দুই দল।

উপজেলা বিএনপির সভাপতি কবির তালুকদার বরিশালটাইমসকে বলেন- আমাদের উঠান বৈঠক শুরুর আগেই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। আমাদের বৈঠক পণ্ড করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে দলের প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে।

তবে রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান বলছেন- আওয়ামী লীগের শান্তিপূর্ণ পথ সভায় বিএনপি হামলা চালায়। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বরিশালটাইমসকে বলেন- একই স্থানে আওয়ামী লীগের পথ সভা এবং বিএনপির উঠান বৈঠক ছিল। এ ঘটনায় অতি উৎসাহী নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সংঘর্ষ পুরোপুরি থামেনি।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন