২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পিরোজপুরের শাহারা নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৪ পূর্বাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২০

নিজস্ব বার্তা পরিবেশক:: বড় বোনের বাসায় বেড়াতে যাওয়া হলো না শাহারা তালুকদারের (২৩)। বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার টিকাটুলি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে মায়ের সামনে মারা যান তিনি। শাহারার মা নাজিরা বেগমের (৫০) মাথা ফেটে যায়। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া রাজধানীতে পৃথক দুর্ঘটনায় আরও দুজন প্রাণ হারান।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়- শাহারা সপরিবারে রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে থাকতেন। বিকেল তিনটার দিকে শাহারা তাঁর মাকে নিয়ে রিকশা যোগে বড় বোনের বাসায় বেড়াতে রওনা হন। শাহারার বড় বোনের বাসা লালবাগের নবাবগঞ্জে। মা-মেয়েকে বহনকারী রিকশা টিকাটুলির টয়েনবী সার্কুলার রোডে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে তাঁরা রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহারা।

রাজধানীর ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন- তাঁরা জানতে পেরেছেন শাহারা রাজধানীতে ড্রাগন নামের একটি পোশাক কারখানার স্বাস্থ্য সেলে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

শাহারার চাচা আবদুর রহিম তালুকদার বলেন, মেয়ের মৃত্যুর খবর নাজিরা বেগমকে জানানো হয়নি। তাদের বাড়ি পিরোজপুরের নেছারাবাদের আউরিয়ায়। তিন বোনের মধ্যে শাহারা দ্বিতীয় ছিলেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন- চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

এর আগে বুধবার রাতে মতিঝিল পানি উন্নয়ন বোর্ড ভবনের সামনে বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ভ্যানের চালক হিরু মিয়া (৪৭)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী বলেন, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।

এদিকে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামলী শিশু মেলার সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রেহেনা বেগম (৪৬) নামের এক নারী নিহত হন। তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। রেহেনা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকতেন। পুলিশ জানিয়েছে, তাঁর এক মেয়ে আছে। গ্রামের বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলার গঙ্গা গ্রামে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন