২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রাজধানীতে স্থাপিত হচ্ছে সাইবার থানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৪ অপরাহ্ণ, ০৬ জুলাই ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: সাইবার থানা হচ্ছে রাজধানী ঢাকায়। তবে সারাদেশের ভুক্তভোগীরা এ থানায় অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে পারবেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মালিবাগের কার্যালয়ে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর এসব তথ্য জানান।

তিনি বলেন, সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। এ থানাটি ঢাকায় স্থাপন করা হলেও সারাদেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনের মাধ্যমে অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।

সিআইডিপ্রধান বলেন, সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে। এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন