২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাজনীতি সমাচার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৮ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২০

শিব্বির দেওয়ান >> গণতন্ত্রহীন বাংলাদেশ এগিয়ে চলছে গন্তব্যহীন পথে। করোনা সংকটের প্রাদুর্ভাব এখনও বিরাজমান। দুর্নীতি লাগামহীন। ধর্ষণ প্রকট আকার ধারণ করছে। বিচার হীনতার অপসংস্কৃতিই ধর্ষণের পুনরাবৃত্তি। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ছুটে চলেছে অভিরাম। জনজীবনে অস্থিরতা। বিনা বিচারে মানুষ হত্যা। জননিরাপত্তা বিঘ্নিত। স্বাধীনতা শব্দটি পরাধীন শব্দে বিকশিত। গণতন্ত্র স্বৈরতন্ত্রে চলমান। জাতি নিরাশ বনে। দেশপ্রেমিক জাতি একাত্তরের চেতনা ফিরে ফিরে দেখে আর কাঁদে। শোষণ মুক্তির বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের চিত্র তো এ হতে পারে না।

নিয়ম রক্ষার নির্বাচন দিয়ে শেষ হলো ৫ জানুয়ারির নির্বাচন। রাজনীতির রং বেরং জাতি দেখেছে। দেখেছে গণতন্ত্রের রুপ। দেখেছে হামলা মামলা আর বিনা ভোটের রাজনীতির চিত্র।

৩০ শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন। কে শুনে কার কথা। ক্ষমতাই মুখ্য। জনগণ দেশের মালিক। এটা সবাই ভুলে যায়। জন অধিকার ভুলুন্ঠিত করার পরিণতি ভয়াবহ। ইতিহাস সাক্ষ্য দেয়। ধর্ষণ আজ দেশে মহামারী আকার ধারণ করছে। প্রতিবাদে ছাত্র সংগঠন গণঅধিকার পরিষদ রাজপথে সোচ্চার। বাংলার জমিনে অন্যায় অবিচারের বিরুদ্ধে অধিকার পরিষদ বলিষ্ট কন্ঠস্বর। আপসহীন মনোভাবে মানুষের অধিকার আদায়ে ধাবিত। দেশের ক্রান্তিকালে গঠিত হয়। জাতীয় ঐক্যফ্রন্ট। সেই ঐক্যের প্রয়াস রাজপথে নেই বললেই চলে। বিশেষ দল একক ভাবে মাঠে কর্মসূচি পালন করেছে। ঐক্যের ভিত্তিতে এক প্লাটফর্মে কেন? নয়। বিরোধীদল হীন মাঠে মনে হয় ভিপি নুরই প্রতিপক্ষ। নুর মাঠে অন্যরা ক্ষমতার বিলাসে ঘরবন্দি। ঐক্য আছে ঐক্যের প্রয়াস নেই। ভিপি নুর সোচ্চার অধিকার আদায়ে। জনগণ নুরকে এগিয়ে রাখছে। গণতন্ত্র ফিরে পেতে জনতার অধিকার প্রতিষ্ঠায় পরিবর্তনের ছোঁয়ায়।

অধিকার পরিষদ সাহসী প্রতিচ্ছবি।ঐক্যফ্রন্টের রাজনীতির কোনো কর্মসূচি দৃশ্যমান নয়। একক কর্মসূচি তে গণজাগরণ সৃষ্টি হবে না। সেই প্রয়াসে জাতীয় ঐক্য ফ্রন্ট জাতিকে হতাশ করেছে। নুর প্রতিবাদ প্রতিরোধে মাঠে।

জাতীয় ঐক্যফ্রন্ট দেশ রাজনীতি নিয়ে কি ভাবছে। তা অন্ধকারে। নুরের অধিকার পরিষদ মুক্তির মশাল জ্বেলে সুন্দর আগামীর আহ্বানে অগ্রসরমান। গণতন্ত্রের আলোয় আলোকিত হোক দেশ জাতি। ফিরে আসুক গণতন্ত্র। দেশ জাতি ভাবনায় ঐক্যের প্লাবন ঘটুক। দেশ শাসনের অধিকার সর্বস্তরের জনতার। এই শ্লোগানে জাতীয় সরকার ই মুক্তির পথ। অন্যথায় দেশ জাতি পথ হারাবে। আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। জয় হোক জনতার।

শিব্বির দেওয়ান, কলামিস্ট।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন