২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রাজপথে হাজার হাজার আইনজীবী সহকারী, সড়ক অবরোধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩২ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্ল্যার্ক) নামের আইন পাশের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবী সহকারীরা। আজ সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতি, ঢাকা আইনজীবী সহকারী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সহকারী সমিতির কয়েক হাজার সদস্য মিছিলে অংশ নেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে মাজারগেইট, কদম ফোয়ার, মৎসভবন, শাহবাগ হয়ে পুনরায় একই পথ হয়ে সুপ্রিম কোর্টে শেষ হয়। মিছিলটি শাহবাগ পৌঁছলে তারা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সভাপতি এবিএম গোলাম রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক সভাপতি আবদুল হালিম, জসিম উদ্দিন, আবুল হাশেম রতন, মো. হারুন অর রশিদ, খন্দকার মো. শাহ আলম, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, ও মো. আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, জসিম উদ্দিন, হাকিমুর রহমান, অরুন কান্তি আইচ, হারুন অর রশিদ, শরিফুল ইসলাম শাকিল ও কবির হোসেন, ঢাকা আইনজীবী সহকারী সমিতির সভাপতি এমএ রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সাবেক সভাপতি মো. মাহতাব উদ্দিন আহমেদ, ঢাকা মেট্টোপলিটন আইনজীবী সহকারী সমিতির সভঅপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা থেকে আগামী ১১ মার্চ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন