২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০২ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, রাজাপুর:: ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা আমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের নাপিতের হাট সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর গ্রামের মো. রাসেল ফকির (২০), মো. শাকিল ফকির (২৪), মো. মতি হোসেন গাজী (৪৬)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বরিশালটাইমসকে বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে শাকিল ও রাসেলকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং মতি হোসেন গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন