২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাস্তায় ‘নগ্ন’ হয়ে পশুপ্রেমীদের প্রতিবাদ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩২ অপরাহ্ণ, ১৮ ডিসেম্বর ২০১৮

জামাকাপড় তৈরিতে পশুপাখিদের চামড়া ব্যবহার করছে বিভিন্ন কোম্পানি। এতে করে অনেক পশুপাখিকে নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে, চালানো হচ্ছে পশুদের প্রতি নৃশংসতা। এর বিরুদ্ধে রাস্তায় নেমে একদল পশুপ্রেমী সমাজকর্মী।

এমন ঘটনা স্পেনের। দেশটির রাজধানী মাদ্রিদে পশুদের প্রতি নৃশংসতার বিরুদ্ধে জোরালো আন্দোলনে নেমেছে ‘অ্যানিম্যাল ন্যাচরালিস’ সংস্থার কর্মীরা। তবে তারা প্রতিবাদের জন্য বেঁছে নিয়েছে অভিনব কৌশল।

গায়ে নকল রক্ত মেখে নগ্ন হয়ে রাস্তায় শুয়ে পড়েছেন তারা। তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ওই ভিডিওতে দেখা যায়, পশুদের মৃতদেহের স্তূপের মত করে রাস্তায় একে অপরের উপর রক্তাক্ত ও নগ্ন হয়ে পড়ে রয়েছেন একদল মানুষ। আর সামনে এক মহিলার হাতে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘শুধুমাত্র একটি ‘কোটে’র জন্য আর কত প্রাণ প্রয়োজন?

এমন দৃশ্য ইতিমধ্যে নাড়া দিয়েছে বিশ্বব্যাপী।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন