২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির এজেন্সিতে র‌্যাবের অভিযান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৩ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করে দেয়ার খবর পেয়ে রাজধানীর বাসাবোতে একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‌্যাব।

সোমবার সন্ধ্যা থেকে র‌্যাব-২ এ অভিযান চলছে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, অভিযানে এ পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নামের ওই প্রতিষ্ঠানের মালিক আতিকুর রহমানের কাছে থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার এবং ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) তথ্য পেয়েছে র‌্যাব।

এছাড়াও অস্ট্রেলিয়ায় একটি বাড়ি এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে ৭০ লাখ টাকা রয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন ওই ট্রাভেল এজেন্সির মালিক আতিকুর রহমান।

অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে র‌্যাব জানিয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন