২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

লকডাউন>> বরিশালে শ্রমিকদের খাদ্য ও অর্থ সহায়তা দাবি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৬ অপরাহ্ণ, ১১ এপ্রিল ২০২১

লকডাউন>> বরিশালে শ্রমিকদের খাদ্য ও অর্থ সহায়তা দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালে লকডাউনের মধ্যে শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ সহায়তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আজ রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ফকিরবাড়ী দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে।

বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে করোনা দুর্যোগকালীন শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিকনেতা মাকি হাওলাদার, মিতা বেপারী, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিলীমা জাহান এবং ছাত্রনেতা বিধান সিকদার।

বক্তারা লকডাউনে শ্রমিকদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও খাদ্য রেশনিং চালু, শেবাচিম হাসপাতালে করোনা ইউনিটে আসন ও আইসিইউ বেড বৃদ্ধি এবং নগরীতে আইসোলেশন সেন্টার চালু করার দাবি জানান।

তারা আরও বলেন, লকডাউনের পূর্বে শ্রমিকদের দাবি পূরণ করা না হলে আগামী ১৫ এপ্রিল সদর রোডে লকডাউনবিরোধী সমাবেশ করবেন। ’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন