২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

লাখ টাকায় বিক্রি হলো দানবাকৃতির মাছ!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২১ অপরাহ্ণ, ১৭ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, খুলনা:: খুলনা নগরীর মাছের বাজারে লক্ষাধিক টাকায় বিক্রি হয়েছে দানবাকৃতির একটি কৈবল মাছ। বৃহস্পতিবার নগরীর রূপসা পাইকারি মৎস্য বাজারে ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি হয় ১৩৭ কেজি ওজনের এই সামুদ্রিক মাছটি।

জানা যায়, গত সপ্তাহে খুলনা অঞ্চলের গভীর সমুদ্রে বেন্টি জাল দিয়ে দানবাকৃতির এ মাছটি ধরেন সাতক্ষীরার তালা উপজেলার জেলে গোবিন্দ সরকার। পরে বৃহস্পতিবার সকালে মাছটিকে রূপসা পাইকারি মৎস্য বাজারের সোহান ফিস নামের একটি আড়তে তোলা হয়। কিছুক্ষণের মধ্যে এত বড় মাছের খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করতে থাকেন উৎসুক জনতা। অনেকে মাছটির সঙ্গে ছবিও তোলেন।

বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার সাংবাদিকদের জানান, প্রথমে মাছটির দাম হাকা হয় ৬০ হাজার টাকা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছের দাম বাড়তে শুরু করে। এক পর্যায়ে ১ লাখ ৫ হাজার টাকায় কয়েকজন মিলে বিশাল আকৃতির মাছটি কিনে নেন তিনি।

মোট ৫০ জন মিলে মাছটি কিনেছেন। পরে বাজারেই কেটে মাছটি সবাই ভাগ করে নেন।

জেলে গোবিন্দ সরকার জানান, এর আগে তিনি এত বড় কৈবল মাছ আর কখনো দেখেননি।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন