২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

লালমোহনে জাটকা ইলিশ রক্ষা অভিযানে জাল-মাছ জব্দ, চার জেলের জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৮ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২২

লালমোহনে জাটকা ইলিশ রক্ষা অভিযানে জাল-মাছ জব্দ, চার জেলের জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি >> ভোলার লালমোহনে জাটকা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।

অভিযানকালে চার জেলেকে আটক, পাঁচ হাজার মিটার জাল ও ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্টসহ মাছগুলোকে এতিমখানায় বিতরণ করা হয়। অন্যদিকে, আটক চার জেলেকে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা হচ্ছেন মো. মনজু, মো. লোকমান, মো. হেলাল ও মো. ইউনুছ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন