২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

লালমোহনে তিনগুণ বেড়েছে তরমুজ চাষ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪ অপরাহ্ণ, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

লালমোহনে তিনগুণ বেড়েছে তরমুজ চাষ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিগত কয়েক বছরের চেয়েও এবছর বেড়েছে তরমুজ চাষ। গত বছরের তুলনায় এ বছর লালমোহনে তরমুজ চাষ বেড়েছে প্রায় তিনগুণ। এবছর লালমোহনে তরমুজ চাষ হওয়া জমির পরিমাণ প্রায় সাড়ে ৪শত হেক্টর।

গত বছর যার পরিমাণ ছিল কেবল দেড়শত হেক্টর জমি। এবছর সবচেয়ে বেশি তরমুজের চাষ হয়েছে লালমোহনের বদরপুর, ফরাজগঞ্জ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে।

উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া গ্রামের তরমুজ চাষী আমীর হামজা জানান, এবছর ৪০০ শতাংশ জমিতে তরমুজ করেছি। কয়েকদিনের মধ্যেই ফলন আসতে শুরু করবে। একই এলাকার আরেক চাষী মো. খোকন জানান, গত বছর তরমুজের বাজার দর ভালো ছিল।

তাই এবছরও ১০০ শতাংশ জমিতে তরমুজ করেছি। আশা করছি, আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলনের পাশাপাশি বাজার দামও ভালো পাবো। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, লালমোহনে এবছর ব্যাপক হারে বেড়েছে তরমুজ চাষ।

যা বিগত কয়েক বছরের চেয়েও সর্বোচ্চ। আশা করছি, আবহাওয়া ঠিক থাকলে চাষীর তরমুজের ভালো ফলন ও ন্যায্য মূল্য পাবেন। এসব তরমুজ চাষীদের যেকোনো প্রয়োজনে সব সময় পাশে রয়েছে উপজেলা কৃষি অফিস।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন