২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

লালমোহনে দেড়শত তরুণ-তরুণী পেলো ফ্রি আইসিটি প্রশিক্ষণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৩ অপরাহ্ণ, ০৬ আগস্ট ২০২০

বার্তা পরিবেশক লালমোহন:: ভোলার লালমোহনে এক মাস ব্যাপী ‘নূরুন্নবী চৌধুরী শাওন’ ফ্রী আইসিটি প্রশিক্ষণ পেয়েছেন দেড়শত তরুণ-তরুণী।

বৃহস্পতিবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ওইসব প্রশিক্ষণপ্রাপ্ত তরুন-তরুনীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে বাংলাদেশ বিশ্ব দরবারে ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশের তালিকায় স্থান করে নিয়েছে। যার ফলে আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুন-তরুনীরাও ডিজিটাল জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। এরাই আগামী দিনের দেশের সম্পদ।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ, দ্বীপবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুলহাস, আইসিটির প্রধান পরিচালক নজরুল ইসলাম শুভ রাজ প্রমুখ।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন