২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

লালমোহনে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সেমিনার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৬ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, লালমোহন:: ভোলার লালমোহনে করোনাকালীন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধে করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এ সেমিনারের আয়োজন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করতো। তবে বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। শিক্ষকরা এখন অনেক বেশি সম্মানিত।

এমপি শাওন আরও বলেন, প্রত্যেক শিক্ষককে ছাত্র-ছাত্রীদের এই করোনাকালীন সময়ে ঝরা পড়া রোধে সর্বোচ্চ সর্তক থাকতে হবে। প্রতিটি শিক্ষার্থীদের সাথে সব সময় যোগাযোগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা ঝরে পড়ার হাত থেকে রক্ষা পাবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ প্রমুখ।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন