২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

লালমোহনে শিক্ষার্থীরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩২ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০২৩

লালমোহনে শিক্ষার্থীরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে বীরমুক্তিযোদ্ধাদের কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের গল্প শুনলো শতাধিক শিক্ষার্থী। রোববার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধকালীন সময়ের গল্প শোনান লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আমির হোসেন বাচ্চু, আব্দুস সাত্তার খান, মজিবুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আ.ন.ম শাহ জামাল দুলাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও লালমোহন প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।’

 

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন