২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শহীদ মুক্তিযোদ্ধা মতি কাজীর মৃত্যুবার্ষিকী কাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৪ অপরাহ্ণ, ২৫ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় সৈনিক যিনি বানারীপাড়ার শহীদ মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান ওরফে মতি কাজী নামে পরিচিত। তাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী কাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। তিনি এই দিনে মহান মুক্তিযুদ্ধের সময় স্বরুপকাঠী বর্তমান নেছারাবাদের ছারসিনায় রাজাকার আল বদরদের সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন। শহীদ মতি কাজী স্বাধীনতা যুদ্ধের সময় শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতিষ্ঠিত চাখার ফজলুল হক কলেজের আওয়ামী লীগের নেতা ও স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।

তার চাচাতো ভাই মোঃ ইনু কাজী জানান, বৃহস্পতিবার বাদ আসর নেছারাবাদের ছারসিনায় তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া, মিলাদ ও মুনাজাত হবে। শুক্রবার বাদ জুমা মরহুমের কাজী বাড়ি মসজিদে ও দোয়া, মিলাদ ও মুনাজাত হবে।

শহীদ মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজের ছোট মামা।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন