২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শাবলু শাহাবউদ্দিনের কবিতা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২০

এই আমি
————–
এই আমি মানুষ তো বটেই, মনুষ্যত্ব নেই
এই তো হাজার হাজার কলরব ভালো মন্দের বেশ
ভালো টা শুনতে পাই, মন্দটি অন্তরে পৌঁছানোর আগে শেষ
এই আমি আছি দিব্য বড় ভালোই বেশ ।
অন্তর শুনলে মন্দটির পথ চলা, বিবেকহীন আমি দেই না বাধা
দিলে বাধা হতে পারে আমার অনেক অনেক বড় সাজা
সাজানো সংসার হবে ভেঙে খান খান, পরিচয় আমার মিলবে না
মেনে নিয়ে সব জঘন্য কাজ, সাজিয়ে নিয়েছি যৌবন জীবন রাজ ।
কেহ্ বলে কর ভাই প্রতিবাদ এক বার, আমি বলি কী হবে বল লাভ আমার
এক জোঁক চুষে খায়,ছাড়া পেলে অন্য জোঁক জায়গা পায়,এই তো প্রকৃত জগৎ সংসার।
শাবলু শাহাবউদ্দিন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী (চতুর্থ বর্ষ)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পাবনা, বাংলাদেশ ।

 

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন