২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিক্ষার অগ্রগতি ও প্রসারের জন্যই দেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হচ্ছে: এমপি শাওন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১৩ অপরাহ্ণ, ১৬ আগস্ট ২০২২

শিক্ষার অগ্রগতি ও প্রসারের জন্যই দেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হচ্ছে: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: বর্তমান সরকারের আমলে শিক্ষার অগ্রগতি ও প্রসারের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও বেগবান হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসার শিক্ষকদের সাথে আলোচনা সভা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ^জুড়ে রোল মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকারের আমলেই দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরও অনেকে।’

 

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন