২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিগগির আসতে পারে গ্যালাক্সি এস১০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৭ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০১৮

বেশ কয়েক দিন ধরেই গুজব চলে আসছে সামনের বছরের ২৫ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০ উন্মোচন করবে স্যামসাং।

উন্মোচন করা হতে পারে গ্যালাক্সি এস১০। এক সূত্রের বরাত দিয়ে ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, এমডব্লিউসির আগেই একটি স্যামসাং ইভেন্টে উন্মোচন করা হবে গ্যালাক্সি এস১০।

নতুন পাওয়া তথ্যের সঙ্গেও গুজবের মিল পাওয়া গেছে। বলা হচ্ছে গ্যালাক্সি এস১০ লাইট, গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস১০ প্লাস এই তিন আকারে বাজারে আসবে ডিভাইসটি।

সাধারণ গ্যালাক্সি এস১০-এর পর্দার মাপ হতে পারে ৬.১ ইঞ্চি, গ্যালাক্সি এস১০ লাইটের পর্দার মাপ ৫.৮ইঞ্চি এবং গ্যালাক্সি এস১০ প্লাস-এর ৬.৪ ইঞ্চি। নতুন এ ডিভাইসটির তিন সংস্করণেই অনেক স্টোরেজ অপশন থাকবে।

এর মধ্যে সবচেয়ে সস্তা ১২৮ জিবি এস১০ লাইট সংস্করণের বাজারমূল্য হতে পারে ৬৯৯ ব্রিটিশ পাউন্ড। আর সবচেয়ে দামি ১ টেরাবাইট স্টোরেজের এস১০ প্লাস সংস্করণের মূল্য রাখা হতে পারে ১৩৯৯ পাউন্ড।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন