২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিল্পপতি এরশাদ করোনাভাইরাসে আক্রান্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৮ অপরাহ্ণ, ০২ জুন ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. এরশাদ উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন তিনি নিজ জেলা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদ উদ্দিন নিজেই। তিনি জানান, ঈদুল ফিতরের পরদিন থেকে মাথা ব্যথা, জ্বর অনুভূত হওয়ায় তিনি গত ২৭ মে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল সোমবার তিনি নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছেন, যাতে তিনি পজিটিভ শনাক্ত হয়েছেন।
এরশাদ আরও জানান, গত ২৫ মে থেকেই তিনি নিজ গ্রামে হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে চলে যান।
ঈদুল ফিতরের আগে করিমগঞ্জ ও তাড়াইলের প্রতিটি ইউনিয়নে প্রায় ১০ হাজার পরিবারকে নিজেই খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন শিল্পপতি এরশাদ। নিজ নামে মানবকল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এ সহায়তা প্রদান করেন তিনি। সেখান থেকেই আক্রান্ত হতে পারেন বলে তার ধারণা।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন