২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিশু রাজকে বাচাতে এগিয়ে আসুন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ১৫ নভেম্বর ২০১৮

আগৈলঝাড়ায় তিন বছরের ফুটফুটে শিশু রাজ। তোতা পাখির মত কথা শুনে বাড়ির সকলেই কাছে টানে তাকে। কিন্ত, একটু হেঁসে খেলেই ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পরছে রাজ।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের হত দরিদ্র দিন মজুর অমৃত লাল জয়ধরের একমাত্র সন্তান রাজ জয়ধর।

চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত তার জঠিল রোগের চিকিৎসা করানো প্রয়োজন। অন্যথায় সহসাই মৃত্যুর কোলে ঢলে পরবে শিশু রাজ।

গত বছর থেকে অসুস্থ্য হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. বিধান চন্দ্র বিশ্বাসের তত্ববধানে চিকিৎসা গ্রহণ করছে।

ডাক্তার জানিয়েছেন, জন্মগত ভাবেই শিশু রাজ এর হার্ট, বাল্ব ও ফুসফুসে সমস্যা রয়েছে। একমাত্র অপারেশনের মাধ্যমেই রাজ সুস্থ্য হতে পারে।

দেশের চিকিৎকদের নির্দেশনা অনুযায়ি ভারতের ভেলোর ডিপার্টমেন্ট অফ কার্ডিও থেরোসিক সার্জারি ইউনিট-২ মেডিকেল কলেজ এর চিকিৎকদের শরনাপন্ন হন। প্রধান প্রফেসর বিনায়ক শুক্লার নেতৃত্বে তিন সদস্যর বোর্ড মেডিকেল রাজের একই সমস্যার কথা জানিয়ে দ্রুত অপারেশন করার পরামর্শ প্রদান করেন। শিশু রাজ এর অপারেশনের জন্য ৪ লাখ টাকা প্রয়োজন।

অসহায় রাজের বাবা সমাজের বিত্তশালী, রাজনৈতিক নেতাসহ সকলের কাছে সহযোগীতা কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা- অমৃত জয়ধর, সঞ্চয়ী হিসাব নং ০৩০১২০১০১৫৮৪৭, সোনালী ব্যাংক, আগৈলঝাড়া শাখা, বরিশাল। মোবাইল বিকাশ নং- ০১৭৬২২৬৯৬৭৪।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন