২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শুরুতেই আত্মপ্রকাশ ।। তনুশ্রী রানি ঘোষ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২১

আমি কোনো কবি নই,
                   নই কোনো মহিয়শী
আমি অতি সাধারণ,
            কিছু লিখতে ভালোবাসি,
আমি কোনো কবিগুরু রবীন্দ্র নই
            নই যে জীবনানন্দ,
নজরুল, রবী,এদের মতো হয়নিকো
 আমার জ্ঞানের পরিধি এখনো,,,,,,,,
ছোট্ট একটা মেয়ে আমি
জানিনা ভালো ছন্দ -অলংঙ্কারিতা,
জানিনা আমি বিষদ সাহিত্য,
                 জানিনাতো কাব্যিকতা।
জানি কিছু আবেগ,
              তাতে আছে ভালোবাসা।।
মনের এ ভাবকে প্রকাশ নিমিত্ত তাই
           লিখি কিছু কথা!
কিছু ছন্দ জুরে তাতে,
            বানায় কবিতা।
আমি তো এখনো যাইনি,,,,
রবী,নজরুল এর মতো সাহিত্য অন্তরে
ডুবিনি জীবনানন্দের  মতো   প্রকৃতিপ্রেমে।
হয়নিকো এখনো আমি,,
কোনো মহিয়শী নারী।
আমিও তো প্রকৃতিপ্রেমী,
নই কোনো দেশদ্রোহী!!
আমি অতি সাধারণ,
        একটু লিখতেই ভালোবাসি।।
 জ্ঞানের পরিধি অধিক নয় যে আমার,
        অতি অল্প তাহা জানি!
তবে আজ বলছি আমি শোন,,,
    জ্ঞান বৃদ্ধির চেষ্টা আমার
        থাকবে অবিরত।
জানি হয়তোবা হতে পারব না
            কোনো  কবি,,
পারব না হতে কোনো মহিয়শী নারী!
লিখছি কিছু কবিতা,
                          শুধু মনে রেখ তুমি।
3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন