২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা খেল জামাই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৩ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: সিলেটের বিয়ানীবাজারে শ্বশুরবাড়ি থেকে জামাই গরু চুরি করে পার্শ্ববর্তী উপজেলার একটি পশুর হাটে বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়েছেন জামাই। পরে চোরাই গরুসহ জামাই সোহেল আহমদ (২৮) নামের ওই যুবককে বিয়ানীবাজার পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেলে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার হাটে এ ঘটনা ঘটে। সোহেল বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মোজেম্মেল আলীর ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রাম থেকে নিজের চাচা শ্বশুরের একটি গরু চুরি করে নিয়ে যান সোহেল আহমদ। পরদিন বুধবার (২৯জুলাই) বিকেলে চুরি করা গরুটি বিক্রি করতে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার কোরবানির পশুর হাটে নিয়ে যান তিনি।

কিন্তু ফকিরবাজার হাটে গরুটির দাম তুলনামূলক অনেক কম চাওয়া এবং তাড়াহুড়ো করে বিক্রির প্রবণতা দেখে স্থানীয়দের কাছে সন্দেহ হয়। পরে তারা তাকে আটক করে বর্ণি ইউনিয়ন পরিষদে রাখেন। খবর পেয়ে গরুসহ সোহেলকে আটক করে পুলিশ বিয়ানীবাজার থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, চোরাই গরুসহ সোহেল আহমদ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গরুর মালিক বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার সোহেল আহমদকে আদালতে পাঠানো হবে বলেও জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন